• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে গেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার কিছু আগে ডিএমপির সদর দফতরে যান সাদ্দাম।

কী কারণে সাদ্দাম সেখানে গেছেন তিনি সে বিষয়ে কথা বলতে চাননি। তবে ধারণা করা হচ্ছে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনার বিষয়ে কথা বলতে ডিএমপি কার্যালয়ে গেছেন তিনি।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদ।

এ ঘটনার জেরে গতকাল রোববার এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়। ওই ঘটনা তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। ইতোমধ্যে কমিটি কাজও শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ