এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরে সুসংবাদ পেলেন ক্রিকেটার মুশফিকুর রহিম। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন মুশফিক।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিজের অফিসিয়াল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর নিজেই জানান মুশফিক।
ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘আসসালামুআলাইকুম সবাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন, দয়া করে আমাদের জন্য দোয়া করবেন।’
২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবার বাবা হন মুশফিক। পুত্র সন্তান সাহরোজ রহিম মায়ানের সাড়ে পাঁচ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন তিনি।
আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে মুশফিকের।