• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের একসঙ্গে কাজ করবে জামায়াত-বিএনপি নেই বিরোধ: তাহের ওপার বাংলার জনপ্রিয় শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা অবস্থান নিলো সচিবালয়ের সামনে কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না: খাদ্য উপদেষ্টা তাহসান-রোজা মধুচন্দ্রিমায়, আছেন মালদ্বীপে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় পারে মাদকমুক্ত সমাজ গড়তে: তানভীর বিএসএফ কাঁটাতারের বেড়া দিচ্ছে কুমিল্লা সীমান্তে, সতর্ক বিজিবি ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই : নির্বাচন কমিশনার কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে নিহত ১, আহত ৩

বিএনপির রোডমার্চে যাওয়া সন্দেহে’ নাটোরে মাইক্রোবাসে আগুন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
বিএনপির রোডমার্চে যাওয়া সন্দেহে’ নাটোরে মাইক্রোবাসে আগুন

নাটোরের একটি মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় মাইক্রোচালক শাহিন আলম দুবৃর্ত্তের হামলায় আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাইক্রোবাসের মালিক রকিবুল ইসলাম অভিযোগ করেছেন, স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিএনপির রোডমার্চে যোগ দিতে যাওয়ার সন্দেহে মাইক্রোবাসে আগুন দেয় তারা। বিয়ের কনে দেখতে ভাড়া নিয়ে নওগাঁ যাচ্ছিল মাইক্রোবাসটি। তিনি আরও বলেন, ‘চালক মোবাইল ফোনে মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি জানালে ঘটনাস্থলে ছুটে আসি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর থেকে একটি মাইক্রোবাস বগুড়া অভিমুখে যাচ্ছিল। নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় একদল লোক মাইক্রোবাসটির পথ রোধ করে দাঁড়ায় এবং আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে মাইক্রোবাসটি আগুনে পুড়ে ভস্মিভুত হয়। বাধা দেওয়ায় চালক শাহিনকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাইক্রেবাসের যাত্রীরা আগেই নেমে যাওয়ায় তারা রক্ষা পেয়েছেন বলে জানায় স্থানীয়রা। তবে পুলিশ মাইক্রোবাসটির চালকসহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে।

নাটোর ফায়ার স্টেশনের লিডার রুহুল আযম বলেন, ‘খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসে আগুন জ্বলতে দেখা যায়। তারা আগুন নিভিয়ে ফেললেও মাইক্রোবাসের কাউকে পাওয়া যায়নি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সঙ্গে কথা বলতে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। বিস্তারিত জেনে জানাব।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘ঘটনার তদন্ত চলছে, তদন্ত না করে এ বিষয়ে কোন কিছুই বলা সম্ভব হচ্ছে না।’

 

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করে বলেন, ‘সরকারদলীয় সমর্থকরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুয়েল রানাকে দত্তপাড়া এলাকায় কুপিয়ে জখম করেছে। তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সৈয়দের মোড়, তেবাড়িয়া বাইপাস মোড় ও দিঘাপতিয়া এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে সরকার দলীয় সন্ত্রাসীরা। এসময় তারা তিনটি গাড়ি ভাঙচুর করে।’

রোববার সকাল থেকেই সরকার দলীয় সমর্থকরা জেলার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালাচ্ছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রাজশাহীতে তারুণ্যের রোডমার্চ করছে বিএনপি। বগুড়া থেকে সকালে শুরু হওয়া রোডমার্চ রাজশাহীতে বিকেলে শেষ হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ