চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে চাকরি ফেরতের এই দাবি জানান তারা।
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলেন, বিগত ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা ট্রেনিংয়ে অংশ নিই। ট্রেনিং সম্পন্ন হওয়ার পর আমাদেরকে নানান কারণ দেখিয়ে চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাই আমরা ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) আমাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছি।
সাজিদুল ইসলাম নামে একজন বলেন, বিভিন্ন ছোট ছোট কারণে আমাদের পোস্টিং দেওয়ার পরিবর্তে অব্যাহতি দেওয়া হয়। আমাদের নাস্তা না খাওয়ার কারণ দেখিয়ে ২০৩ জনকে বাদ দেওয়া হয়। মাঠে কমান্ড না শুনে দাঁড়িয়ে থাকার কারণ দেখিয়ে ৪৯ জন, ক্লাসে অমনোযোগী থাকার কারণ দেখিয়ে ৫৮ জনকে বাদ দেওয়া হয়। ক্লাসে মার্চিং না করে যাওয়ার জন্য ৩ জন এবং সর্বশেষ মাঠে হইচই করার জন্য ৮ জনকে বাদ দেওয়া হয়। তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অবিলম্বে আমাদের চাকরিতে পুনর্বহালের অনুরোধ করছি।
আন্দোলনকারী অনামিকা সাহা বলেন, আমরা এক বছর অনেক ত্যাগ স্বীকার করে প্রায় বিনা বেতনে ট্রেনিং করেছি। যখন চাকরিতে নিয়মিত হওয়ার কথা, তখনই আমাদের বাদ দেওয়া হলো। এখন আমরা চাকরি ফিরে পাওয়ার আশায় রাস্তায় রাস্তায় ঘুরছি।
আন্দোলনকারী আলমগীর হোসেন, আমরা আমাদের প্রধান উপদেষ্টা, আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন ও স্মারকলিপি দিয়েছি। আমাদের যতগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে সেখানে আমরা লিগ্যাল প্রসিডিওর মেইনটেইন করে স্মারকলিপি দিয়েছি। আমরা আজকেসহ বেশকয়েক দিন শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আমরা আশা রাখছি আজকে আমাদের পক্ষে একটা সিদ্ধান্ত আসবে। আর যদি সিদ্ধান্ত না আসে তাহলে আমরা একটা প্রেস রিলিজ করে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবো।