পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি বলেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলেন।
তিনি বুধবার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের কর্পূর নিউ ইয়াং স্টার ক্লাবের উদ্দ্যেগে কর্পূর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে নাইট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
শাহাজাদী আলম লিপি বলেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়।
ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান গেদা, সোনাতলা উপজেলা আওয়ামী লীগ সাবেক সদস্য আমজাদ হোসেন খান, ৪নং জোড়গোছা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অলিউল্লাহ টিটু।সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় দুটি দল অংশগ্রহণ করেন- জীবনপুর ছাত্র কল্যাণ সমিতি বনাম পাঠানপাড়া ফুটবল একাদশ।