• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

আড়াইহাজার গ্যাসলাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এ সময় দগ্ধ হয়েছেন চারজন। এদের মধ্যে তিনজনই নারী। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা সদরের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে মো: রহমান মিয়া (৪৫), চায়না বেগম (৩৫), হাসিনা মমতাজ (৫৫) ও তার মেয়ে নিপা আক্তার (৩৫) দগ্ধ হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড় এলাকার সরকারি সফর আলীর কলেজের পূর্বপাশে ছানাউল্লাহ নামে এক ব্যক্তির চারতলা ভবনের চতুর্থ তলায় হাসিনা মমতাজ তার পরিবার পরিজন নিয়ে ভাড়া থাকেন। ওই জায়গা দিয়ে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধভাবে পাইপ টেনে গ্যাস নেয় একটি চক্র। ওই পাইপ থেকে নেয়া গ্যাস চারতলায় লিকেজ হয়ে আগে থেকেই গ্যাস বের হচ্ছিল। শুক্রবার মোবাইল চার্জ অতিরিক্ত হওয়ায় রাসায়নিক বিক্রিয়া হয়ে মুহূর্তের মধ্যে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে করে ওই ভবনে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিক তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করে। এদের মধ্যে বার্ণ ইউনিটে নিপা আক্তার মারা যাওয়ার খবর স্থানীদের মাঝে পৌঁছালেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে নিপা আক্তারের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আশরাফুল আমিন জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, অগ্নিদগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ