হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে বাচ্চু মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ছোট বহুলা গ্রামের পার্শ্ববর্তী মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষক বাচ্চু মিয়া ওই গ্রামের বারিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকেই হবিগঞ্জের ওপর দিয়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বৃষ্টির মধ্যেই কৃষক বাচ্চু মিয়া গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে গরু আনতে গেলে সে বজ্রাঘাত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।