রাজধানীর তেজগাঁও বিজি প্রেস এলাকায় গোলাগুলির ঘটনায় মারুফ বিল্লাহ হিমেল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুরান ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) এসএম আরিফ রায়হান।
তিনি জানান, ঘটনার সময় হিমেল সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া তিনি মামুনকে বারবার ফোন দিয়ে অবস্থান জেনে নিচ্ছিলেন। তবে এখন পর্যন্ত ওই ঘটনায় তার অন্য ভূমিকার তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মঙ্গলবার ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে। রিমান্ড পেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ আইনজীবী ভুবন চন্দ্র শীল সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। গোলাগুলির পরদিন তাঁর স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।
সোমবার রাতে তেজগাঁও বিজি প্রেস ও প্রোটল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। পরে দৌড়ে পালানো সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন ভুবন। এছাড়া আরিফুর নামে আরেক পথচারীও আহত হন।
ওই ঘটনায় গুলিবিদ্ধ আইনজীবী ভুবন চন্দ্র শীল সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। ঘটনার পরের দিন তার স্ত্রী রত্না রানী শীল বাদি হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।