চলতি মৌসুমেই পিএসজি ছেড়ে শৈশবের ক্লাবে পাড়ি দিয়েছেন। তবুও সময়টা ভালো যাচ্ছে না সার্জিও রামোসের। এবার আত্মঘাতী গোলে বার্সেলোনাকে জয় উপহার দিলেন স্প্যানিশ এই সেন্টার-ব্যাক।
লা লিগায় গত রাতে সেভিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অলিম্পিক স্টেডিয়ামে এই গোলটা স্বাগতিক দলের কোনো খেলোয়াড়ের পা থেকে আসেনি। মূলত রামোসের ভুলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
এই জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে জাভি হার্নান্দেসের দল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে জিরোনা আছে দুই নম্বরে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তিন নম্বরে।