ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জাতিসংঘ মানবতার কথা বলে, বিভিন্ন বিষয়ে সুন্দর সুন্দর ভাষার মাধ্যমে কথা বলে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতন, হত্যায় চুপ থাকা জাতিসংঘের বৃদ্ধাঙ্গুলি আমরা মেনে নিতে পারি না।
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে আজ (মঙ্গলবার) ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল ৩টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।
চরমোনাই পীর বলেন, রাসূল (সা.) বলেছেন, তামাম দুনিয়ায় যদি কোনো মুসলমান আক্রান্ত হয় তার পাশে থাকা, প্রতিবাদ করা, তার দুঃখে দুঃখী হওয়া ইমানের অঙ্গ। আজ ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন চলছে। ফিলিস্তিনের ওপর যে জুলুম নির্যাতন চলছে তার প্রতিবাদ যদি আমরা করতে না পারি তা ঈইমানের ঘাটতি হিসেবে প্রমাণিত হয়।