ঢাকার ফুটপাত, ফুট ওভারব্রিজে দোকান বরাদ্দমুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকা শহরের কোনো ফুটপাত, ফুট ওভারব্রিজে কোনো কাউন্সিলর দোকান বরাদ্দ দিতে পারবে না। ডিএমপি এবং ডিএনসিসি মিলে হকারমুক্ত ফুট ওভারব্রিজের বাস্তবায়ন করা হবে।
রাজধানীর ফার্মগেটে ফুট ওভারব্রিজ উদ্বোধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মেয়র আতিক বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দিয়ে ব্যাঙের ছাতার মতো পুলিশ বক্স গড়ে উঠেছে, যা খুবই দৃষ্টিকটু। এসব পুলিশ বক্স পরিবর্তন করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে।
ফার্মগেটের আনোয়ারা মাঠে মার্কেট করা প্রসঙ্গে মেয়র আতিক বলেন, মাঠ নষ্ট করে কোনো মার্কেট হবে না। জনগণকে নিয়ে আমরা তাদের প্রতিহত করবো। এ সময় ঢাকার বিভিন্ন স্থানে আরও কিছু ফুট ওভারব্রিজ, জেব্রাক্রসিং ও গণ শৌচাগার তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।