• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

সংস্কৃতি

শিল্পকলায় গানে গানে লালন সাঁইজী স্মরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
শিল্পকলার বাউল কুঞ্জে লালন উৎসবে সংগীত পরিবেশন করেন শিল্পীরা

আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক লালন শাহ, যিনি লালন ফকির বা লালন সাঁই নামেও পরিচিত। তার গানের মধ্যে এক বিরল মানব দর্শনের সন্ধান পাওয়া যায়। মৃত্যুর পর আজও বেঁচে আছেন তার গানের মাঝে। গানে গানে ফকির লালন সাঁইজীকে স্মরণ করা হয় মঙ্গলবার সন্ধ্যায়। রাজধানীর শিল্পকলা একাডেমির বটতলার বাউল কুঞ্জে এদিন বিকেল থেকে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। লালন সাঁইজীর ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা বাউল শিল্পীদের পরিবেশনার পাশাপাশি লালনের গানে অংশ নেয় শিশু সংগঠনও। সাধুমেলার ৫৪তম এ আসরে লালনের গানে অংশ নেয় লালনের গানের জনপ্রিয় শিল্পী ফরিদা পারভীন ও তার দল অচিন পাখি। এছাড়া দলীয় সংগীত পরিবেশন করে শিল্পী নারায়ণচন্দ্র শীলের লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পকলা একাডেমির শিশু-কিশোররা।

অনুষ্ঠানের শুরুতে ‘অযতনে ডুবল ভারা তড়াও গুরু নিজগুনে’ গান পরিবেশন করেন শিল্পী করিম বাউল। পরে পলি বাউলের কণ্ঠে ‘এসে মদিনায় তরিক জানায় এ সংসারে’ গানটিতে মুগ্ধ হয় শ্রোতা দর্শক। মঞ্চে আসেন সজিব বাউল। তার কণ্ঠে ‘গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী’ গানে দর্শক সারি থেকে মুহুর্মুহু করতালির মাধ্যমে শিল্পীকে শুভেচ্ছা জানানো হয়। দলীয় সংগীত নিয়ে মঞ্চে আসেন শিল্পী ফরিদা পারভীন ও তার দল অচিন পাখির শিল্পীরা। শুরুতে ফরিদা পারভীনের শুভেচ্ছা জ্ঞাপন সবাইকে আকৃষ্ঠ করে। তারা একে একে পরিবেশন করেন ‘বেদে নাই যার রূপরেখা’, ‘জেনে শুনে রাখে মনে’সহ বেশ কিছু লালন সংগীত।
পরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা। এতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী ফরিদা পারভীন, পাগলা বাবলু, সমির বাউল, মানবান আনোয়ার শাহ্, খাইরুল ওয়াসি, ভগীরত মালু।
‘ভজো মুর্শিদের কদম এই বেলা’ সংগীত পরিবেশন করেন বাউল মিরাজ ক্ষেপা। অনুষ্ঠানে লালনের গানে আরও যারা অংশ নেন তারা হলেন বাউল জাহিদ, নয়ন সাধু, আফসানা ইমু, গরীব মুক্তার, এম আর মানিক, ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার। সবশেষে ‘মিলন হবে কত দিনে’ দলীয় সংগীতের মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ