• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

আগেই গোপনে বিয়ে হয়েছিল রণবীর-দীপিকার

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
ছবি: সংগৃহীত

বলিউডের চর্চিত ও জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বিয়ের পাঁচ বছর পেরিয়ে গেছে, এবার শোনা যাচ্ছে আরও তিন বছর আগেই লুকিয়ে বিয়ে করেছিলেন এই জুটি। দীপিকা-রণবীরের বিয়ে হয় ২০১৮ সালে। রাজকীয় আয়োজনে বিয়ের পর্ব সারেন ইতালির লেক কোমোয়। কিন্তু রণবীর-দীপিকা ২০১৮ সালে সবাইকে জানিয়ে বিয়ে করলেও তারা সাত পাকে বাঁধা পড়েন ২০১৫ সালে।

 

সোমবার (২৩ অক্টোবর) করণ জোহরের ‘কফি উইথ করণ’র প্রোমোতে বেরিয়ে এলো বিয়ের গোপন তথ্য। এ কথা বললেন নায়ক নিজেই। করণ জোহরের রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’ এ সবসময় নতুনত্ব থাকেই। বের হয়ে আসে তারকাদের পেটের খবর। নতুন এপিসোডের প্রোমোতে দীপিকা-রণবীরের গোপন বিয়ের খবর বেরিয়ে এসেছে।

প্রোমোতে রণবীরকে বলতে শোনা গেছে, আমরা ২০১৫ সালে গোপনে বাগদান সেরেছিলাম। প্রিয় মানুষটার জীবনে যেন কেউ প্রবেশ করতে না পারে।দীপিকা তাদের বিবাহবার্ষিকীতে একজন লেখিকার উদ্ধৃতি তুলে ধরেছেন, লেখিকা এনটিমার ভাষায় নায়িকা বলেছেন, নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন। আমি খুব হালকাভাবে কথাটা বলছি না। সত্যি সত্যি সেই কঠিনতম, সবচেয়ে খুশির বন্ধুত্ব খুঁজে বের করুন যার প্রেমে পড়ছেন। এমন কেউ যে তোমার সম্পর্কে প্রচুর ভালো কথা বলে। এমন কেউ যার সঙ্গে আপনি প্রাণখুলে হাসতে পারবেন। এমন হাসি যাতে পেটে যন্ত্রণা হবে, আর হঠাৎ নাক ডেকে উঠবেন। সেরকম অপ্রস্তুত হয়ে যাওয়ার মতো, সুস্থ করে দেওয়ার মতো হাসি। বুদ্ধিমত্তাও জরুরি। জীবন খুবই ছোট এমন কাউকে ভাল না বাসার জন্য যে তার আশেপাশে আপনাকে বোকা হয়ে থাকতে দেয়।

তিনি আরও লেখেন, নিশ্চিত করবেন তিনি এমন কোনো মানুষ যে আপনাকে কাঁদতেও দেয়। দুঃখ আসবেই। এমন কাউকে খুঁজুন যাকে এইসব সময়ও আপনি সঙ্গে রাখতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন মানুষকে বিয়ে করুন যিনি প্যাশন, ভালবাসা ও উন্মাদনাকে একত্রিত করে আপনার সঙ্গে চলে। এমন ভালোবাসা যা কখনো লঘু হবে না জলস্তর গভীর ও অন্ধকার হয়ে গেলেও না।

২০১২ সাল থেকে তাদের সম্পর্কের শুরু। একাধিক ছবিতেও একসঙ্গে অভিনয় করে বাজিমাত করেছেন এই হিট জুটি। বিয়ে করে চুটিয়ে সংসার করছেন তারা। সূত্র: আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ