• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

একবাক্যে উনাকে ঘৃণা করি আমি, বুবলী প্রসঙ্গে অপু বিশ্বাস

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব বেশ পুরনো। বিয়ে-সন্তান ইস্যুতে বরাবরই চর্চায় তারা। বিভিন্ন সময়ে একে অপরকে ঘিরে নানারকম মন্তব্য করেছেন। কখনো ইঙ্গিতে, আবার কখনো সরাসরি। এবার বুবলীকে নিয়ে মন্তব্য করেছেন অপু বিশ্বাস, তবে এবারের মতো আগে কখনো বলেননি তিনি।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। পাশাপাশি এ–ও জানিয়েছেন, তার সন্তান শেহজাদ খান বীরকে তিনি খুব ভালোবাসেন।

অনুষ্ঠানের আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ উঠে আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, উনাকে ঘৃণা করি আমি। এরপর তিনি বলেন, আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

এ চিত্রনায়িকা আরও বলেন, উনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না।

অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর একই স্কুলে পড়ালেখা করেন। মাঝে মধ্যেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। স্কুলে বুবলী বা বীরের সঙ্গে কখনো দেখা হয় কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি।

অপু বিশ্বাস বলেন, জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশাআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ