• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

বিশ্বকাপের মধ্যে প্রধান নির্বাচক ইনজামামের পদত্যাগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
বিশ্বকাপের মধ্যে প্রধান নির্বাচক ইনজামামের পদত্যাগ

বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। টানা চার ম্যাচ হেরে বিপর্যস্ত ৯২- চ্যাম্পিয়নরা। এরই মাঝে খবর এসেছে, পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন ইনজাম-উল-হক। জানা গেছে, খেলোয়াড়দের ব্যবস্থাপনা কোম্পানিতে ইনজামামের সম্পর্ক আছে এবং যেকারণে খেলোয়াড় নির্বাচনে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে।

এমন অভিযোগের পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ব্যাপারে সত্যতা যাচাই বাছাইয়ের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পদত্যাগের পর ইনজামাম সংবাদ মাধ্যমে বলেছেন, না জেনেই মানুষ কথা বলে। আমাকে নিয়ে প্রশ্ন ওঠায় আমি সিদ্ধান্ত নিয়ে যে, সরে দাঁড়ানোই বরং ভালো।

পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি তাকে নিয়ে তদন্ত করতে চায় তাহলে সে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন,’পিসিবি যদি তদন্ত করতে চায় তাহলে আমি প্রস্তুত আছি। কোনো ধরণের প্রমাণ ছাড়াই মানুষ আমাকে নিয়ে কথা বলছে। যদি কিছু থাকে তাহলে সেটা দেখাক। খেলোয়াড় এজেন্ট কম্পানির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।এই ধরণের অভিযোগ আমাকে আহত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ