বিএনপির চলা ৩ দিনের অবরোধের প্রথম দিন মিরপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একারণে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মিরপুর-১১ নম্বর স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনটি আবারও খুলে দেওয়া হবে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্টেশন ইনচার্জ।
আরও পড়ুন : গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আতিফের দেড় কোটি রুপি অনুদান
তিনি বলেন, অবরোধে মিরপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি মিরপুর-১১ নম্বর স্টেশনের কাছে। তাই নিরাপত্তার স্বার্থে আপাতত স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। তবে, আশপাশের স্টেশনগুলো খোলা আছে।
জিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, অবরোধেও মেট্রোরেল যথাযথ নিয়মে চলছে। তবে, নিরাপত্তার স্বার্থে স্টেশনটি আপাতত বন্ধ রাখা হতে পারে। কারণ, দুষ্কৃতকারীরা স্টেশনের ভেতরে ঢুকে যেতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেটি আবারও খুলে দেওয়া হবে।