• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

ফেনীতে পুলিশি বাধায় পণ্ড যুবদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

ফেনীতে পুলিশি বাধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের ইসলামপুর রোডস্থ দলীয় কার্যালয় সংলগ্ন এ ঘটনা ঘটে।

এতে যুবদলের পাঁচ থেকে সাতাজন নেতা-কর্মী আহত হয়েছেন।
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির শেষ দিনের সমর্থনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার।

এ সময় জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, দপ্তর সম্পাদক আল ইমরান, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাস্টার, সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবিরসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার জানান, অবরোধের সমর্থনে যুবদলের নেতা-কর্মীরা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে একটু সামনে এগিয়ে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিনসহ পাঁচ থেকে সাতজন নেতা-কর্মী আহত হন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। এ বিষয়ে এখনও কিছু জানি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ