• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

আসছে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে তৃতীয় দফার অবরোধ কর্মসূচির ঘোষণা আসছে। বিএনপির পক্ষ থেকে সোমবার (৬ নভেম্বর) বিকেলে এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২৮ অক্টোবর মহাসমাবেশের পর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পরে রোববার থেকে ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়। এই অবরোধ মঙ্গলবার ভোরে শেষ হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ