• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

অবরোধবিরোধী অবস্থান বেড়েছে আ’লীগের

বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ মোটরসাইকেল মহড়া,

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগের সতর্ক অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। দ্বিতীয় দফা দু’দিনের অবরোধের শেষদিন গতকাল সোমবার আগের তুলনায় আরও বেশিসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীকে রাজধানীর পথে সক্রিয় দেখা গেছে। অবরোধবিরোধী মিছিল-সমাবেশের পাশাপাশি মোটরসাইকেল মহড়াও করেছেন তারা।

অবরোধ ঘিরে নাশকতা ও সন্ত্রাস ঠেকাতে গতকাল সকাল থেকেই বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী ঢাকার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান নেন। গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে চেয়ার পেতে বসে থাকতে দেখা গেছে তাদের। এ সময় অনেকের হাতেই ছিল লাঠিসোটা। সর্বত্র অবরোধবিরোধী মিছিল-সমাবেশও চোখে পড়েছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দিন অবস্থান নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। কর্মসূচিতে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শাহে আলম মুরাদ প্রমুখ। একই স্থানে মিছিল এবং সমাবেশ করে মহানগর দক্ষিণ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগ।

মোহাম্মদপুরে আড়ংয়ের সামনে ছিল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীর পাহারা। উত্তরা, গাবতলী, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায়ও মিছিল-সমাবেশ করেছে মহানগর উত্তর আওয়ামী লীগ।

ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সতর্ক অবস্থানের পাশাপাশি পাঁচ শতাধিক মোটরসাইকেল ও ৫০টি মাইক্রোবাস নিয়ে প্রায় ২ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল এবং মহড়া দেন। একই এলাকায় মিছিল-সমাবেশ করে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ মিছিল করে দনিয়া ও কদমতলীতে। পুরান ঢাকার জয়কালী মন্দির ও ঠাঁটারীবাজারেও নেতাকর্মীর সতর্ক অবস্থান ও মিছিল দেখা গেছে।

বন্দরনগরী চট্টগ্রামসহ অন্যান্য জেলা এবং উপজেলাতেও সড়কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীর সরব উপস্থিতি দেখা গেছে। সকালে চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়। এতে বিএনপি-জামায়াতকে গণহত্যাকারী এবং গণদুশমনদের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের মহানগর আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।

এ ছাড়া এ দিন শান্তি সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া হয়েছে গাজীপুরের কাপাসিয়া, বরিশালের বানারীপাড়া, পিরোজপুর, হবিগঞ্জের বানিয়াচং, ময়মনসিংহের ফুলবাড়িয়া, ঝিনাইদহ, নেত্রকোনার কলমাকান্দা, নওগাঁ, সুনামগঞ্জের ধর্মপাশা, মৌলভীবাজারের জুড়ী, মুন্সীগঞ্জ ও বগুড়ার শেরপুরে। অবরোধের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ করেছে বিকল্পধারা বাংলাদেশ।
এদিকে গাজীপুরে শান্তি সমাবেশে এসে সংরক্ষিত নারী আসনের এমপি রুমানা আলী টুসীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ