• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

কদমতলীতে স্টিলমিল বিস্ফোরণ, দগ্ধ ৪

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
প্রতীকি ছবি

রাজধানীর কদমতলীতে স্টিলমিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন মো: মাজহারুল ইসলাম (৩৭), আজহারুল ইসলাম (৩৫), মো: রবিউল (২৭) ও মো: শাহ আলম (৩৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.মো. তরিকুল ইসলাম জানান, কদমতলী থেকে দগ্ধ চার শ্রমিক এসেছেন। তাদের মধ্যে মাজহারুল ইসলামের এক শতাংশ, মো: আজহারুল ইসলামের আট শতাংশ ও মো: রবিউল ইসলামের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ