রাজধানীর কদমতলীতে স্টিলমিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন মো: মাজহারুল ইসলাম (৩৭), আজহারুল ইসলাম (৩৫), মো: রবিউল (২৭) ও মো: শাহ আলম (৩৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.মো. তরিকুল ইসলাম জানান, কদমতলী থেকে দগ্ধ চার শ্রমিক এসেছেন। তাদের মধ্যে মাজহারুল ইসলামের এক শতাংশ, মো: আজহারুল ইসলামের আট শতাংশ ও মো: রবিউল ইসলামের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।