• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

‘এখনকার শিল্পীরা রাজনীতিকে মামার বাড়ির মোয়া ভাবে’

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

শিল্পীদের রাজনীতিতে আসা ও নমিনেশন ফরম কেনা নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে। কেউ কেউ করছেন সমালোচনাও। অনেকেই মনে করেন, হঠাৎ করেই কোনো কোনো শিল্পী রাজনীতিতে আসছেন কেবল ক্ষমতার আশায়। আবার অনেকে মনে করেন, এরা মৌসুমের মতো রঙও বদলান। আবার এদের ভেতর কেউ কেউ আছেন রাজনীতিকে ভালোবেসেই এখানে আসনে। এবার শিল্পীদের রাজনীতিতে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। সম্প্রতি বিষয়টি নিয়ে তিনি বলেন, আমাদের কিছু শিল্পী যারা পলিটিক্স করতে চায়। তারা কি রাজপথে নেমেছে অথবা তাদের কি কোনো আন্দোলনে দেখা গেছে? এরা আসলে মৌসুমী ফলের মতো। এই আছে এই নেই। নমিনেশন কিনতে গিয়েছে কয়েকজন শিল্পী।

আমি মনে করি তাদের কেউ ভোট দিবে না। কারণ তাদের ক্যামেরার সামনেই মানায়, নির্বাচনের মাঠে নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা দুই-তিন হাজার ভোটও পাবে না। পর্দায়ই কেবল তাদের ভালো লাগে। তিনি বলেন, কিছুদিন আগে গাজীপুর সিটি নির্বাচনে আজমতউল্লাহ সাহেবের প্রচারে কম নায়ক নায়িকা যায়নি। কিন্তু তিনি পাশ করেননি। তখনই তাদের বুঝে যাওয়া উচিত ছিল! যারা বুঝে ভোট দেয় তারা কখনও শিল্পীকে ভোট দেবে না। এখানে ৮০ ভাগ মুসলমাদের দেশ। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে। তারা ভোট দেবে না শিল্পীদের। আমি মনে করি দেশসেবার অনেক উপায় আছে। সেভাবেই করা উচিত। আমাদের নায়ক ফারুক ভাই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি শুরু থেকেই রাজনীতি করতেন। রাজনীতি তাদের মতো শিল্পীদের কেবল মানায়। কিন্তু এখন যে শিল্পীরা রাজনীতিকে মামার বাড়ির মোয়া ভাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ