আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগর ও জেলার ১৫টি (ঢাকা-৪ থেকে ঢাকা-১৮) আসনে দাখিলকৃত ১৮৮ জন প্রার্থীর মধ্যে ১২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঋণ খেলাপি হওয়ায়, পর্যাপ্ত তথ্য না দেওয়া, পর্যাপ্ত সমর্থক না থাকাসহ বিভিন্ন কারণে ৬৪ জনের মমনোনয়ন বাতিল করা হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
সাবিরুল ইসলাম জানান, ঋণ খেলাপির কারণে ১৫ জন, পর্যাপ্ত সমর্থক না থাকায় ২৯ জন এবং অন্যান্য কারণে ২০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।