ফরিদপুরের ভাঙ্গায় শিশুদের ঝগড়ার জের ধরে এক নারীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ারা বেগম (৫০) উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী।
ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, আনোয়ারা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির এক পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। রোববার খেলার সময় বাচ্চাদের মধ্যে ঝগড়ার জের ধরে আনোয়ারা বেগমের সঙ্গে আতিয়ার শেখের পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিয়ার শেখ এসে আনোয়ারা বেগমকে পিটিয়ে আহত করেন।
তিনি আরও জানান, প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আনোয়ারা বেগমকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে রাখা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন।
ভাঙ্গা