• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

ডিপজল অসুস্থ, নেওয়া হবে সিঙ্গাপুর,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

ঢালিউড অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শরীরটা ভালো যাচ্ছে না। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সামাজিক মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন অভিনেতা।

নিজের ফেসবুকে ডিপজল লিখেছেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবিপ্রধান হারুন ভাই, মিশা ও জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।

এদিকে ডিপজলকে হাসপাতালে দেখতে যাওয়ার ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করে মিশা সওদাগর লিখেছেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুদিন চিকিৎসার পর অনেকটা সুস্থ। ডাক্তার সাজেস্ট করেছেন আরও বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর যেতে। দুই-এক দিনের মধ্যে তিনি (ডিপজল) সিঙ্গাপুরে যাবেন।’

সবশেষ মুক্তি পেয়েছে ডিপজল অভিনীত ওয়েব সিনেমা ডিপজল লেখেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এতে খল চরিত্রে দেখা গেছে তাকে। সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেও অভিনয় করেছেন এতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ