• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

অর্থকষ্টে মমতার দেওয়া উপহার বিক্রি করতে চান তাপস পালের স্ত্রী,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
ফাইল ছবিতে স্বামী তাপস পালের সঙ্গে নন্দিনী পাল

অর্থকষ্টে ভুগছেন ওপার বাংলার প্রয়াত অভিনেতা তাপস পালের পরিবার। যেখান থেকে পরিত্রাণ পেতে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ হাতে আঁকা উপহারের দুইটি ছবি বিক্রি করে দিতে চাইছেন অভিনেতার স্ত্রী নন্দিনী পাল।

তাপস পাল যখন বেঁচেছিলেন তখন এই দুইটি ছবি তাকে উপহার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে অর্থকষ্টে থাকায় তাপস পালের স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ছবি দু’টি বিয়ে করে দেবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে নন্দিনী পাল বলেছেন, ‘নিজের আঁকা দু’টি ছবি তাপসকে উপহার দিয়েছিলেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)। শুনেছি, ওনার আঁকা ছবি কোটি টাকায় বিক্রি হয়। তাই আমি ছবি দুইটি বিক্রি করতে চাইছি। কেউ ১ কোটি টাকা দিলে ওই দুইটি ছবি বিক্রি করে দেব।
উল্লেখ্য, টলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন তাপস পাল। তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ