বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোট ২৫ জন ডেঙ্গু রোগী। চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ২০৯ রোগীর মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের গতকালের দৈনন্দিন ডেঙ্গুর পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।
সব শেষ রিপোর্ট অনুযায়ী গত বুধবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৭ জন রোগী। বরিশাল জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৬ জন ডেঙ্গু রোগী। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, ভোলায় ১ জন, পিরোজপুরে ২ জন এবং বরগুনায় চিকিৎসাধীন ছিলেন ৫ জন ডেঙ্গু রোগী। গত বছর বরিশাল বিভাগে চিকিৎসায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩৭ হাজার ৮শ’ ৭৫ জন ডেঙ্গু রোগী।
গত বছর বরিশাল বিভাগে ২০৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১৬৭ জন ডেঙ্গু রোগীর।