• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে – অনন্ত জলিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

বিশিষ্ট ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল। খুব বেছে বেছেই কাজ করেন স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেধে। গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় এফডিসিতে অভিনেতা ডি এ তায়েব ও পরীমনির সিনেমা ‘কাগজের বউ’-এর প্রিমিয়ার শো-এর আয়োজনে এসেছিলেন এই অভিনেতা। পর্দায় পরীমনি ও ডি এ তায়েবের রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন তিনি। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সামাজিক নানা বিষয় তুলে ধরেন।

সিনেমাটি দেখে সাংবাদিকদের অনন্ত জলিল বলেন, ‘সামাজিক একটি সিনেমা, খুবই ভাল লাগলো দেখে। বিশেষ করে ডি এ তায়েবকে খুবই হ্যান্ডসাম লেগেছে ছবিতে, তার অভিনয় প্রাণবন্ত ছিল। ছবিটি দেখে ভিন্ন স্বাদ পেলাম। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।

সিনেমার গল্প ফাঁস না করলেও কিছুটা ইঙ্গিত দিয়ে এই নায়ক বলেন, ‘গল্পটা যে লিখেছেন ভালো লিখেছেন। শেষে আবেগটা তুলে ধরেছেন। অভিনয়শিল্পীরাও কষ্ট করেছেন। তবে বাস্তবে আমি চাই, স্বামী স্ত্রীর দু’জন দুজনের প্রতি ভালোবাসা থাকবে। পরকীয়া থাকবে না। কারণ এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে। জনজীবনকে ধ্বংস করেছে। একজনের স্ত্রী আরেকজনের সঙ্গে প্রেম করে, এটা মানুষের জীবনকে ধ্বংস করে ফেলেছে। কারণ এই ফেসবুক আসার পর তো প্রেমের আর শেষ নাই।

অনন্ত আরো বলেন, ‘ছবিটা আমার ভালো লেগেছে। কারণ ছবিতে একটি বার্তা ছিল। যে বার্তাগুলো ছিল সেগুলো সমাজের জন্য খুব দরকার। এই সিনেমার গল্প জীবনের সাথে অনেক মিল।

আগামী ১৯ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’। এই সিনেমায় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ডি এ তায়েব। সিনেমাটি প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন। সিনেমাটিতে ডি এ তায়েব ও পরীমনি ছাড়াও চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ অভিনয় করছেন।

‘কাগজের বউ’র গল্পে পরীমনিকে দেখা যাবে বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে নায়িকার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এভাবেই এগিয়ে যায় বাকি গল্প…।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ