• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:

সৈয়দ আশরাফের স্ত্রী শিলার মৃত্যু

আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লন্ডনের স্থানীয় সময় রোববার রাত ৩টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টা ১০ ) শিলা ইসলামের মৃত্যু হয়।

ক্যান্সারে আক্রান্ত শিলা ইসলাম গত পাঁচদিন ধরে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফ এবং তাদের একমাত্র মেয়ে রীমা ইসলাম মৃত্যুর সময় শিলার পাশেই ছিলেন।

লন্ডনে একটি গুজরাটি পরিবারে জন্ম নেওয়া শিলা পড়ালেখা করেছেন ইউনিভার্সিটি অফ নটিংহ্যামে। এক সময় তিনি শিক্ষকতাও করেছেন।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চলতি বছর এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হলে কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিলা ইসলামের মরদেহ বাংলাদেশে আনা হবে কি না জানতে চাইলে মাহাবুব-উল আলম হানিফ বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি জানেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ