• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু: ‘দ্বি-রাষ্ট্র সমাধানে’র পক্ষে ভোট মার্কিন সিনেটে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
ফাইল ছবি

ইসরায়েল এবং ফিলিস্তিন নামের দু’টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে ভোটাভুটি হল মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। এতে সিনেটের সংখ্যাগরিষ্ঠ ও ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ সদস্য ‘দ্বি-রাষ্ট্র’ সমাধানের পক্ষে সমর্থন দিয়েছেন।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে ৫১টিতে রয়েছে ডেমোক্রেটিক পার্টির সদস্য। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই দলের শীর্ষ নেতা। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অবশ্য বিরোধী দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে বুধবারের অধিবেশনে ডেমোক্রেটিক পার্টির নেতা ও সিনেটর ব্রায়ান শ্যাটজ একটি বিল উত্থাপন করেন। সেই বিলটিতে মধ্যপ্রাচ্যের ‘আল আকসা’ অঞ্চলে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি ফিলিস্তিনিদের ‘ন্যায্য আকাঙ্ক্ষার’ প্রতি সম্মান জানিয়ে পৃথক আরেকটি রাষ্ট্র স্থাপনের উল্লেখ ছিল।

বিলটি উত্থাপনের পর সেটির পক্ষে-বিপক্ষে ভোটের আহ্বান জানান সিনেট স্পিকার। এই পর্ব শেষ হওয়ার পর দেখা যায়, সিনেটের ৫১ জন ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে ৪৯ জনই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন।

‘ভবিষ্যতে ইসরায়েল এবং ফিলিস্তিন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে— এটি একটি আশা। আর এই আশার ভিত্তি হলো দ্বি-রাষ্ট্র সমাধান,’ বুধবারের অধিবেশনের অবসরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্রায়ান শ্যাটজ।

ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র। ২০২০ সালে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বচিত হওয়ার পর থেকে আল আকসা অঞ্চলে ‘ইসরায়েল’ ও ‘ফিলিস্তিন’ নামের দু’টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ওয়াশিংটন। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ