• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

ইসরাইলকে গাজায় গণহত্যা বন্ধ করতে বলল আন্তর্জাতিক আদালত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
চেয়ারম্যানসহ (ডানে) আদালতের বিচারকগণ - ছবি : এপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত এ আদালত শুক্রবার এ আদেশ দেয়।

আদালত বলেছে, ইসরাইলকে এটা নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গাজায় কোনো গণহত্যা করবে না এবং অভিযোগ উঠা গণহত্যার প্রমাণ সংরক্ষণও নিশ্চিত করবে। এর আগে আইসিজে বলেছে যে তাদের এ মামলার বিচারের এখতিয়ার রয়েছে এবং দক্ষিণ আফ্রিকা এ মামলা পরিচালনা করতে পারে।

আদালতের চেয়ারম্যান দনোঘু বলেছেন, গাজায় গণহত্যার জন্য ইসরাইলকে অভিযুক্ত করে মামলাটি আদালত ফেলে দেবে না। আদালত বলেছে, ইসরাইলের সামরিক অভিযানের ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। চালানো হয়েছে বড় ধরনের ধ্বংসযজ্ঞ। বাস্তুচ্যুত হয়েছে বেশিরভাগ মানুষ। ধ্বংস করা হয়েছে সরকারি স্থাপনাগুলোও।

আদালতের চেয়ারম্যান জাতিসঙ্ঘের সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথের মন্তব্য উদ্ধৃত করে বলেন, ‘গাজা মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে।’

মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে নির্দেশ
জাতিসঙ্ঘের এ আদালত নির্দেশ দিয়েছে যে গাজা উপত্যকায় জরুরিভাবে প্রয়োজনীয় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার ব্যবস্থা করতে ইসরাইলকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গণহত্যার প্ররোচনা বন্ধ করতে হবে
গাজা উপত্যকায় গণহত্যার প্রত্যক্ষ প্ররোচনা প্রতিরোধ ও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আইসিজে।

এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
গাজায় গণহত্যা বন্ধে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে তার প্রতিবেদন এক মাসের মধ্যে আদালতের কাছে দাখিল করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আইসিজে।

বিচারক দনোঘু বলেছেন, এ রুলিং ইসরাইলের জন্য আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা তৈরি করেছে।

সূত্র : আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ