• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

টানা ৪ হার মাশরাফীর দলের, শীর্ষে চট্টগ্রাম

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। এবারো শক্তিশালী দল গড়ে ফাইনালের স্বপ্ন দেখেছিল মাশরাফী বিন মর্তুজার দল। আসরে চার ম্যাচ খেলেও এখনো জয়ের মুখ দেখেনি বন্দরনগরীর দলটি। ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে সিলেট।

আসরে পাঁচ ম্যাচে এটি চট্টগ্রামের চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত স্বাগতিক সিলেটের। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ১৭ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

১৩৮ রানের জয়ের লক্ষ্যে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি আভিশকা ফার্নান্দো। ১২ বলে ১৭ রান করে ফিরেছেন তানজিম হাসান সাকিবের বলে। ২৩ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন তানজিদ হাসান তামিম ও টম ব্রুস।

দলীয় ১১২ রানে আউট হন তামিম, আর ব্রুস ছিলেন অপরাজিত। তামিমের ব্যাট থেকে ৪০ বলে ৫০, ব্রুসের ব্যাট থেকে ৪৪ বলে ৫১ রান আসে। আর শেষ সময়ে ব্রুসকে সঙ্গ দেয়া শাহাদাতের ব্যাট থেকে আসে ১১ বলে ১৩ রান।

এর আগে, দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে উঠে সিলেটকে লড়াইয়ে ফেরান টেক্টর ও জাকির হাসান। ৪৯ বলে ৫৭ রানের জুটি গড়েন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ৩১ রান করা জাকিরকে শিকার করে ১১তম ওভারে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নিহাদুজ্জামান।

দলীয় ৬৫ রানে জাকির ফেরার পর বার্লকে নিয়ে ৩৭ বলে ৪২ রান যোগ করেন টেক্টর। ১৭তম ওভারে বিলালের তৃতীয় শিকার হন ব্যক্তিগত ৩৫ রানে জীবন পাওয়া টেক্টর। ২টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৪৫ রান করেন টেক্টর।

ইনিংসে শেষ ২২ বলে জুটি বেঁধে অবিচ্ছিন্ন ৩০ রান তুলে সিলেটকে ৪ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ এনে দেন বার্ল ও আরিফুল হক। ৪টি চারে ২৯ বলে অনবদ্য ৩৪ রান করেন বার্ল। ১টি করে চার-ছক্কায় ১২ বলে অপরাজিত ১৭ রান করেন আরিফুল। চট্টগ্রামের বিলাল ২৪ রানে ৩ উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ