• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মিয়ানমারের কারেন রাজ্যে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। এতে হেলিকপ্টারে থাকা এক ব্রিগেডিয়ার জেনারেল ও নিরাপত্তা বাহিনীর অন্য চার সদস্য নিহত হয়েছেন। সোমবার থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের থিনগান নাইনাং শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে চলতি মাসে মিয়ানমারের জান্তা বাহিনীর তিনটি বিমান বিধ্বস্ত করলো দেশটির বিদ্রোহী গোষ্ঠীরা।

ইরাবতি বলছে, জান্তা সেনাবাহিনীর হেলিকপ্টারটি সোমবার বিকেলে মিয়াওয়াদ্দি শহরের সীমান্ত লাগোয়া থিঙ্গান নাইনাংয়ে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও তাদের সহযোগী পিপলস ডিফেন্স ফোর্সের যোদ্ধাদের হামলার মুখে পড়ে। কারেন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা হলো কেএনএলএ।

হামলায় জড়িত কেএনএলএর মিত্র প্রতিরোধ শক্তি কোবরা কলামের একটি সূত্র বলেছে, ‘‘আমরা মেশিনগান, স্নাইপার রাইফেল এবং অন্যান্য অস্ত্র থেকে জান্তার হেলিকপ্টারে গুলি ছুড়েছি। গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে মিয়ানমার জান্তার একটি পদাতিক ডিভিশনের প্রধান, হেলিকপ্টারের পাইলট এবং নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যরা নিহত হয়েছেন।

কারেন রাজ্যের জাতিগত বিদ্রোহী গোষ্ঠীটি থিনগান নাইনাংয়ে জান্তার হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করেছে বলে কেএনইউয়ের মুখপাত্র পাদোহ সাউ কালে নিশ্চিত করেছেন।

মিয়ানমারের সেনাবাহিনীর ৪৪তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের (এলআইডি) নতুন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আয়ে মিন নাউংকে মিয়াওয়াদ্দির থিনগান নাইনাংয়ে এলাকায় নিয়ে যাওয়ার সময় কোবরা কলাম হেলিকপ্টারটি লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর ৪৪তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আয়ে মিন নাউং এবং অন্য চার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

দেশটির জান্তা-পন্থী গণমাধ্যমের খবরে হেলিকপ্টার দুর্ঘটনায় দুই ব্রিগেডিয়ার জেনারেল নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে আহত কর্মকর্তাদের পদবী প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ