• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত অর্ধশতাধিক

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
চিলিতে ভয়াবহ দাবানল। ছবি : সংগৃহীত

চিলির মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এই দাবানলে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। দাবানলের থাবায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে শনিবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছে কর্তৃপক্ষ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিপর্যয়ের কারণে চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করে দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, শুষ্ক আবহাওয়া ও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে দাবানলের সৃষ্টি হয়েছে। আগুনে ৫১ জন নিহত হয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

দাবানল ছড়ানোর ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করে কর্তৃপক্ষ জানিয়েছে, বনে ছড়িয়ে পড়া এই দাবানল এখন শহরাঞ্চলের দিকে আসছে। আগুন জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

আগুনের হাত থেকে জনবসতিপূর্ণ এলাকা রক্ষা করতে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন যাতে লোকালয়ে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য অগ্নিনির্বাপক বাহিনী ও জরুরি পরিষেবাকর্মীরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করা হচ্ছে।

দাবানলের প্রভাব উল্লেখ করে চিলি কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে পর্যটক প্রিয় উপকূলীয় নগরী ভিনা দেল মার এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

প্রতিবেদন থেকে জানা গেছে, চিলিতে মাঝে মধ্যেই দাবানল দেখা যায়। গত বছরও দেশটিতে দাবানলে চার লাখ হেক্টরের বেশি ভূমি পুড়ে যায়। প্রাণ হারান ২৭ জন মানুষ। এবার গত বছরের তুলনায় অনেক কম এলাকা দাবানলে জ্বলছে। কিন্তু আগুন এবার অনেক দ্রুত ছড়াচ্ছে।

শুক্রবার থেকে শনিবারের মধ্যে আগুন ৩০ হাজার হেক্টর থেকে ৪৩ হাজার হেক্টরে ছড়িয়ে পড়েছে। আর সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে কোথাও কোথাও আগুন শহরের খুব কাছে জ্বলছে এবং ছড়িয়ে পড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ