• রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
১৯ বার নিশ্চিত মৃত্যুকে জয় করে এখন বিশ্ব রাষ্ট্রনায়ক : পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র হামাস প্রধানকে হত্যা করে গাজা যুদ্ধ শেষ করতে চায় ! ইসরাইল গাজা যুদ্ধে হেরে যাচ্ছে : সাবেক মোসাদ উপ-প্রধান জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সবজি বহনকারী ট্রাক-লরি থেকে চাঁদাবাজি করছে নগর কর্তৃপক্ষ : সাঈদ খোকন পিটিয়ে ২ তরুণীকে আহত করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা! র‍্যাবের হাতে হত্যা মামলার আটক আসামি মৃত অবস্থায় হাসপাতালে বাকশালের সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান, ওবায়দুল কাদেরের অস্ত্র বোঝাই ইসরাইলি জাহাজ বন্দরে ভিড়তে দেইনি স্পেন বন্দরে

টাইব্রেকারে ভারতকে হারিয়ে বাংলাদেশের শিরোপা উল্লাস

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ মার্চ, ২০২৪

প্রথম পর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশের মেয়েরা। সেখানে ভারতের বিপক্ষে জয়টা ছিল ৩-১ ব্যবধানে। এতে চলমান অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে নামার আগে পরিসংখ্যান বিচারে এগিয়েই ছিল বাংলাদেশ। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচের একদম শুরুতেই ১-০ গোলে পিছিয়ে পরে টাইগ্রেসরা। পিছিয়ে পরা লাল-সবুজের প্রতিনিধিরা দ্বিতীয়ার্ধে সমতা ফিরলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে যেখানে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে টাইগ্রেসরা।

এদিন নেপালের কাঠমান্ডুতে ম্যাচের বয়স তখন সবে চার মিনিট। মাঝমাঠ থেকে অতর্কিত এক আক্রমণে বল পেয়ে যান ভারতীয় ফুটবলার আনুশকা কুমারিয়া। শুরুতেই আনমার্কড থাকা আনুশকাকে পেছন থেকে বাংলাদেশি দুই ডিফেন্ডার থামানোর চেষ্টা করেন। তবে দ্রতগতিতে দুজনকে ছিটকে বাম পায়ের শটে বল জানলে পাঠান। তাতে ১-০ গোলের লিড নেয় ভারত।

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। টানা কয়েকটি আক্রমণ সাজায়। প্রথম পাঁচ মিনিটে এলোমেলো থাকলেও পরের পাঁচ মিনিটে দারুণ কিছু আক্রমণ তৈরি করেও ফিনিশিং দিতে পারেনি বাঘিনীরা। ফলে বেশ কিছু আক্রমণ করলেও গোল পেতে ব্যর্থ হয় তারা।

প্রথমার্ধের বাকিটা সময় দুদলই চেয়েছে গোল করতে। ম্যাচের ৩৭ মিনিটে ভারতের গোলদাতা আনুশকা বাংলাদেশের কয়েকজনকে কাটিয়ে ভালো সম্ভাবনা তৈরি করলেও সেই যাত্রায় রক্ষা পায় লাল-সবুজের দল। ম্যাচের ৪৩ মিনিটে কর্নার থেকে গোলের দারুণ সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।

পিছিয়ে পরা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে বিরতি থেকে এসে মরিয়া হয়ে ওঠে গোল শোধ করতে। বেশ কিছু আক্রমণ করে তারা। তবে ফিনিশিং অভাবে গোলের দেখা পাচ্ছিলেন না টাইগ্রেসরা। তবে ম্যাচের ৭০ মিনিটে মরিয়ম বিনতের গোলে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। কর্নার থেকে ভেসে আসা বলে মরিয়ম পা ছুঁয়ে বল জালে পাঠান। তাতে ম্যাচে ১-১ এ সমতায় ফেরে টাইগ্রেসরা।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো দুই দলেত কেউ। শেষ পর্যন্ত ১-১ সমতায় নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। এরপর শিরোপা নির্ধারনী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে টাইগ্রেসদের প্রথম শট নিতে আসা প্রীতি হতাশ করেন। এরপর বাংলাদেশের হয়ে গোল করতে ব্যর্থ হম আলপি।

তবে টাইগ্রেস গোলরক্ষক ইয়ারজান বেগম গোলবারের নিচে ত্রাতা হিসেবে আসেন। টাইব্রেকারে ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর শট ঠেকিয়ে দেয়; তাতেই ৩-২ গোলের জয়ে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশের মেয়েরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ