• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

ঝন্টুর নৌকা পাওয়ার গুজব জনগণ পাত্তা দেয়নি

আপডেটঃ : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

রংপুর অফিস॥
একুশ শতকের বাংলাদেশের তথ্য-প্রযুক্তির রাজধানী হবে রংপুর । এমন মন্তব্য করে আ’লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান বলেছেন, যে রংপুর পথ দেখাবে বাংলাদেশকে সেই রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে  কোনও এক প্রার্থী নৌকা প্রতীক পেয়েছে এমন গুজব জনগণ পাত্তা দেয়নি। শনিবার দুপুরে রাজা রামমোহন মিলনায়তনে জরূরী এক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন ঘোষনার পর, মনোনয়ন বোর্ডের পক্ষ হতে দেওয়া সুনির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে মহানগর আ’লীগ মনোনয়ন প্রার্থীদের মধ্য  থেকে কমপক্ষে তিনজনের একটি প্রার্থী প্যানেল মনোনয়ন বোর্ডে পাঠাবেন। মনোনয়ন বোর্ড আলোচনার মাধ্যমে একজন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করবে। কিন্তু তার আগেই এমন গুজব নাগরিকদের বিভ্রান্তির করে। তবে, সচেতন নাগরিক ওই গুজব পাত্তা দেয়নি। উলে¬খ্য, বুধবার রসিক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীক পেয়েছে এমন গুজব ছড়িয়ে মিষ্টি মুখ ও আনন্দ মিছিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ