হত্যার ভয় দেখিয়ে একটি স্পিডবোট থেকে উত্তাল সমুদ্রে লাফ দিতে বাধ্য করা হয়েছিল পাঁচ অভিবাসনপ্রত্যাশীকে। এতে মৃত্যু হয় পাঁচজনেরই। আটলান্টিক মহাসাগর পার হয়ে স্পেনের দক্ষিণাঞ্চলীয় কাদিজে সৈকতের কাছে গত নভেম্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। খবর রয়টার্স।
সোমবার (১৮ মার্চ) স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। কাদিজের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আলজেসিরাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই পুরুষসহ এক নারীকে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, অনেক অভিবাসনপ্রত্যাশী সাঁতার কাটতে পারে না জেনেও ছুরির মুখে প্রবল স্রোতের মধ্যে স্পিডবোট থেকে তাদের ঝাঁপ দিতে বাধ্য করেছিল এই তিনজন।
এই তিনজন অপরাধমূলক সংগঠন পরিচালনা, বিদেশি নাগরিকদের আঘাত এবং মানবপাচারের সঙ্গে জড়িত বলেও সন্দেহ করা হচ্ছে।
গত বছরের নভেম্বরে সামাজিক প্ল্যাটফর্মে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে যে, একটি কালো রঙের স্পিডবোট সমুদ্রে প্রবল স্রোতের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং কয়েকজন জোরপূর্বক অন্য আরোহীদের একপাশে ঠেলে দিচ্ছে। স্থানীয় পুলিশ নৌকাটি খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করে।