দলের সদস্যদের পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে- এমন অভিযোগে রাজধানীতে সাথী বেগম (২৭) নামে এক নারীকে কুপিয়ে আহত করল কিশোর গ্যাং। বুধবার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজারে এই ঘটনা ঘটে।
হামলায় আহত সাথী বেগম মাদারীপুরের কালকিনি উপজেলার চর আইমাবাদ গ্রামের মো. নিজাম ফকিরের মেয়ে এবং মাহা আলমের স্ত্রী। তিনি রায়েরবাজার বাবরি মসজিদের পাশে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।
নারীর বাবা নিজাম ফকির জানান, ওই এলাকার কিশোর গ্যাংয়ের চিহ্নিত চারজনকে সম্প্রতি ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে ধরিয়ে দিয়েছেন সাথী- এমন সন্দেহে কিশোর গ্যাংয়ের চার-পাঁচজন বুধবার রাত সাড়ে ৯ টার দিকে তার বাসায় ডুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়া গলার চেইন এবং ঘরের কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এরপর গুরুতর আহত অবস্থায় সাথীকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’