সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে হারুন-অর-রশিদ (৩২) নামের যুবক আত্মহত্যা করেছেন। শনিবার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামে এ ঘটনা ঘটে।
পারবারিক সুত্র জানায়, পাখাডুবি গ্রামের হযরত আলীর ছেলে ২ সন্তানের জনক হারুন-অর-রশিদসহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হারুন-অর-রশিদকে বিছানায় না পাওয়া গেলে খোঁজাখুজির এক পর্যায়ে রবিবার ভোরে পার্শ্ববর্তী জঙ্গলের একটি গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
নিহতের বাবা হযরত আলী জানান, ‘হারুনের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়-বলে সে ঘরে একটি চিরকুট লিখে রাখে।’