বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে খানজাহান আলী পলেটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানে তালা দিয়েছে শিক্ষার্থীরা। রবিব্রা (২৯ অক্টোবর) সকাল সাড়ে এগাড়টায় শহরের ভিআইপি মোড়স্থ ভাড়া ক্যা্পােসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা।পরে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনা স্থলে শিক্ষার্থীদের সাথে কথা বলে তালা খুলে দেন।
লিখন রায়, প্রনব সাহা, আল মাহা দী হাসান, তানভীরসহ বেশ কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থী জানান, বাংলাদেশ সরকার পলিটেকনিকের প্রতি শিক্ষার্থীকে এক বছরে (দুই সেমিস্টারে) ৯ হাজার ৬শ করে টাকা প্রদান করে। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৫ হাজার টাকা কেটে রেখে মাত্র ৪ হাজার ৬শ টাকা প্রদান করে।এ জন্য কলেজের তৈরিকৃত একটি বিশেষ ফর্মে শিক্ষার্থীদের স্বাক্ষর রাখা হচ্ছে। যাতে লেখা আছে শিক্ষার্থীরা খুশি হয়ে কলেজ কর্তৃপক্ষকে ৫হাজার টাকা দিচ্ছে।এটা খুবই অন্যায় আমরা এটা মানিনা।সরকারী বরাদ্দের পূর্ন টাকা না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
প্রয়োজনে জেলা প্রশাসকসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ন্যায্য পাওনার জন্য আবেদন করার কথা জানান শিক্ষার্থীরা।
কিছুদিন আগে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বিরুদ্ধে ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে এখনও কোন পদক্ষেপ নেয়নি তারা।
খানজাহান আলী পলেটেকনিক ইন্সটিটিউটের ইনচার্জ সমরুল আলম বলেন, ৭৫ ভাগ হাজিরা না থাকলে ওই শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবে না। তাই তারা কম টাকা পাচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহাতাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।