• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

‘পরিকল্পিতভাবে ছাত্রদল ও যুবদল দিয়ে হামলা করানো হয়েছে’

আপডেটঃ : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে নিজেরাই পরিকল্পিতভাবে ছাত্রদল ও যুবদলকে দিয়ে হামলা চালিয়ে সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি ছাত্রদল-যুবদল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। জনতার ঢল না নামায় একটি বড় সংবাদের প্রয়োজন ছিল, সেজন্য এ হামলার নাটক সাজিয়েছে তারা।
রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এটা পুরাতন অভ্যাস নিজেরা মারামারি করে আর সরকারের উপর দোষ চাপায়। তাদের এই হামলা ছিল পরিকল্পিত। বড় নিউজ সৃষ্টির জন্য বিএনপিই সুপরিকল্পিত নিজেদের গাড়ি বহরে হামলা চালিয়েছে।
তিনি বলেন, আমার কাছে খবর আছে ছাত্রদল ও যুবদলের মাধ্যমে এই ঘটনা ঘটিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ওপর দায় চাপানো হয়েছে। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ