গত সপ্তাহে বিলাসবহুল ঘড়ির খোঁজে পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বাড়ি ও অফিসে পুলিশি অভিযান চালানোকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক বিতর্কের জেরে দেশটির ছয় মন্ত্রী আকস্মিক পদত্যাগ করেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার (২ এপ্রিল) নিজের মন্ত্রীসভার ছয় মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট।
এসব ঘটনা-পাল্টা ঘটনাকে কেন্দ্র করে লাতিন আমেরিকার দেশটির অস্থির রাজনীতিতে উত্তেজনার পারদ আরও চড়েছে।
প্রেসিডেন্টের কাছে থাকা অন্তত তিনটি রোলেক্স ঘড়ির খোঁজে গত সপ্তাহে তার বাড়ি ও অফিসে যৌথ অভিযান চালায় পুলিশ ও প্রসিকিউটররা।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চলমান একটি দুর্নীতি তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্টের বিরুদ্ধে বিলাসবহুল কয়েকটি ঘড়ির তথ্য গোপন করার অভিযোগ করেন তারা।
এই তদন্ত শুরুর পরেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন।
বলুয়ার্তে অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে নিজের টাকায় ঘড়িগুলো কিনেছেন তিনি।
সোমবার প্রথমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিক্টর তোরেস পদত্যাগের ঘোষণা দেন। এরপরে একে একে শিক্ষা ও নারীবিষয়ক মন্ত্রী পদত্যাগ করেন। বাকি সবাই বলুয়ার্তের প্রতি সমর্থন জানিয়েছেন।
বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে পেদ্রো কাস্তিলোর অপসারণ ও গ্রেপ্তারের পর ২০২২ সালের শেষের দিকে দেশের ষষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হন বলুয়ার্তে।