সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জ শহরে পাওনা টাকা নিয়ে বিবাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে পৌর ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুল মালেক (২৮) শহরের দত্তবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের ছেলে। তিনি সদ্য বিলুপ্ত পৌর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। রোববার বেলা ১২টার দিকে শহরের ইলিয়ট সেতুর সামনে এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি হেলাল বলেন, মালেকের বড় ভাই আবু মুসার কাছে টাকা পেতেন শহরের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জানপুর মহল্লার আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৮)। দুপুরে সেই টাকা চাইতে গেলে নজরুলের সঙ্গে মুসার কাটাকাটি শুরু হয়। “খবর পেয়ে উভয়ের পরিবারের লোকজন ও সমর্থকেরা ঘটনাস্থলে যায়; এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মালেকের মৃত্যু হয়।” ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও এ ঘটনায় জড়িত অভিযোগে নজরুলসহ ছয়জনকে আটক করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনান্থলে মোতায়েন করা হয় পুলিশ। গ্রেপ্তাররা অন্যরা হলেন- শাহ আলমের ছেলে সোহেল রানা (১৯), আমির হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯), মহর আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৫), রানী গ্রাম মহল্লার মাহবুব আলীর ছেলে মোর্শেদ (১৯) ও কুশাহাটা কড়িতলার ওসমান আলীর ছেলে মনোয়ার হোসেন (৫৫)। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।