উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি পূর্নবাসন কর্মসূচিতে ১৪টি ইউনিয়নে ৩ হাজার ৩শ ৯৫জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পৌরসভা এলাকার ২শ ৫জন কৃষকের মাঝে এ উপকরণ দু’দফা তারিখ হলেও এখনও বিতরণ হয়নি। কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতিজন কৃষককে ১ কেজি উন্নতজাতের সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেয়া হয়েছে। সরকারের এ কর্মসূচিতে ইউনিয়ন ও ওয়ার্ড এলাকার কৃষকদের তালিকা করে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এসব বিতরণ করা হয়। আগামীকাল মঙ্গলবার উপজেলার ৩শ জন কৃষকের মাঝে ভুট্টা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রামানিক জানান, সরকারের অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার জানান, বন্যা পরবর্তীতে বিনামূল্যে বীজ সরিষা ও রাসায়নিক সার দিয়ে কৃষকদেরকে আবাদে সহায়তা দেয়া হচ্ছে। এর আগে মাসকালাই বীজ বিতরণ করা হয়েছে। আর ক’দিন পরেই অন্যান্য ফসল ও রাসায়নিক সার বিতরণ করা হবে।