ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে সোমবার ভালুকায় র্যালি বের করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ভালুকা এর আয়োজন করেন। ‘পয়ঃ বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা’ শ্লোগানকে সামনে রেখে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন দাস শুভ, কৃষি অফিসার সঞ্চয় কুমার পাল, শিক্ষা অফিসার শহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, জনস্বাস্থ্য প্রকৌশলী হারাধন দে, এস আই ছাইফুন নেছা, এ এস আই সামছুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশ নেয়।