মায়ের প্রতি সন্তানের ভালোবাসার কোনো সীমা নেই। তবে যুক্তরাজ্যের লিভারপুলে এক অনন্য সাধারণ নজির স্থাপন করলেন ৯৮ বছর বয়সী অ্যাডা কিটিং। নিজের ৮০ বছর বয়সী অসুস্থ সন্তান টম কিটিংয়ের যত্ন নিতে কেয়ার হোমে চলে গেছেন।
টম কিটিং বিয়ে করেননি, সারাজীবন মায়ের সঙ্গেই ছিলেন। ২০১৬ সালে লিভারপুল মসভিউ কেয়ার হোমে ভর্তি হন টম। এক বছর পরে টম কিটিংয়ের যত্ন নিতে মা অ্যাডা কেয়ার হোমে থাকছেন। কর্মজীবনে নার্স হিসেবে কাজ করা অ্যাডা বলেন, আমি প্রতিরাতে টমের রুমে গিয়ে শুভরাত্রি বলি এবং সকালে গিয়ে বলি শুভ সকাল। আমি যখন ওর কক্ষে যাই তখন সে আমাকে জড়িয়ে ধরে। আপনার বয়স যতোই হোক মা সব সময় মা ই থাকে।
মা কেয়ার হোমে তার সঙ্গে থাকায় অনেক খুশি টম। তিনি বলেন, এখানে সবাই অনেক ভালো এবং আমার মা এখানে থাকায় আমি অনেক খুশি। কেয়ার হোমের ব্যবস্থাপক ফিলিপ ডানিয়েলস বলেন, মা ছেলেকে আলাদাই করা যায় না। তিনি বলেন, কেয়ার হোমে এক সঙ্গে মা আর সন্তানকে দেখাটা বিরল ঘটনা। আমরা তাদের একসঙ্গে থাকার সময়টা বিশেষ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করি।