কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব আলী আহমেদ এর মৃত্যুতে শনিবার দুপুরে ওই বিদ্যালয়ের হল রুমে প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রীর যৌথ আয়োজনে স্বরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক কচুয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া।
প্রাক্তন ছাত্র জিয়া উদ্দীন , মো. আযহারুল ইসলাম , বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, সোহেল , শুভ, ফয়সাল, দীপিকাবসুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সাচার ডিগ্রি কলেজের সহযোগী অধ্যপক মো. আবু ইউছুফ সরকার (পবন) , সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিজ্ঞ প্রধান শিক্ষক বাবু বটুকৃষ্ণ বসু, ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) কচুয়া শাখার সভাপতি, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক সংবাদ এর কচুয়া প্রতিনিধি, দৈনিক রূপসী বাংলার বিশেষ প্রতিনিধি, কচুয়ার সিনিয়র সাংবাদিক মো. সফিকুল ইসলাম মোল্লা, প্রাক্তন ছাত্র এডভোকেট আব্দুল খালেক, প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব আলী আহমেদ এর সু-যোগ্য সন্তান জাকির হোসেন, রাগদৈল আই.এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম খাঁন, সাচার ইউনিয়নের প্রাক্তন মেম্বার , ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য আবুল বাশার সওদাগর, প্রাক্তন ছাত্র ইঞ্জিঃ আব্দুল মতিন মিয়া, প্রাক্তন ছাত্র মো. জাকির হোসেন তালুকদার প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওই বিদ্যালয়ের প্রক্তন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান মুন্সি।