কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী উজানী হাজী আমিরুউদ্দীন আলেকজান উচ্চ বিদ্যালয়ের জে.এস.সি শিক্ষার্থীদের দোয়া, মিলাদ ও বিদায় সংবর্ধনা রোববার ওই বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রদান শিক্ষক সুলতান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জাফরুল হাছান ( খোকন)।
বক্তব্য রাখেন অভিজ্ঞ প্রধান শিক্ষক বাবু স্বপন সরকার, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক চিত্ত রঞ্জন মজুমদার, সাংবাদিক মো. সফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল খায়ের মো. রফিক উদ্দীন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আমিনুল ইসলাম