• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

ইসরায়েলকে সমর্থন দিয়ে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি নিচ্ছে যুক্তরাষ্ট্র: আরব

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
আল নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত

আরব আমেরিকান বৈষম্য-বিরোধী কমিটি (এডিসি) বলেছে, ইসরায়েলকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিঃশর্ত সমর্থন বিশ্বে যুক্তরাষ্ট্রকে দুর্বল করে তুলছে। শনিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে কমিটির পক্ষ থেকে বলা হয়, এর ফলে বৈশ্বিক রীতিনীতির পক্ষে যুক্তরাষ্ট্রের প্রভাব অকার্যকর হয়ে উঠবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তেল আবিবে ইরানের হামলার জন্য গাজায় ইসরায়েলের ছয় মাসব্যাপী গণহত্যা শেষ করতে বাইডেন প্রশাসনের অনিচ্ছাকে দায়ি করেছে আরবদের মানবাধিকার ভিত্তিক প্রতিষ্টানটি।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের সম্পূর্ণ অবজ্ঞাই এই অঞ্চলে বিপজ্জনক হামলা বৃদ্ধির প্রধান কারণ।

ইসরায়েলের জন্য দায়মুক্তি এবং নিঃশর্ত সমর্থনের দীর্ঘস্থায়ী মার্কিন নীতি আরব দেশে অনেক বড় ও অত্যন্ত মারাত্মক আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

গাজা ছাড়িয়ে ইসরায়েলের গণহত্যা ও আঞ্চলিক উন্মাদনা এই অঞ্চলটিকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

ইরানের হামলার পর ইসরায়েলকে সবধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এর আগে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, ইরানের হামলার জবাবে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। রাতভর গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ