আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং করেছিলেন মুস্তাফিজ। চার ওভার খরচায় ৫৫ রান দিয়ে পাননি কোন উইকেট। আজ লাক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অবশ্য উইকেটের দেখা পেয়েছেন একবার।তবে ঠিকই ছিলে খরুচে।চার ওভার আজ কাটার মাস্টার দিয়েছেন ৪৩ রান,ওভারপ্রতি প্রায় ১১ রান করে।
আগের ম্যাচে ব্যাটসম্যানরা তাও দুইশোর উপরে রান তোলায় মুস্তাফিজের খরুচে বোলিংয়ের পরেও জিতেছিল চেন্নাই।এই ম্যাচে অবশ্য সেটি হয়নি।কেএল রাহুলের লাক্ষ্মৌর বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ঋতুরাজ গায়কোয়াডের দল।আগে ব্যাট করে চেন্নাই জাদেজা(৪০ বলে ৫৭ রান), মইন আলী(২০ বলে ৩০ রান) ও মাহেন্দ্র সিং ধোনির ব্যাটে (৯ বলে ২৮ রান) ১৭৭ রানের লক্ষ্য দাড় করায় চেন্নাই।জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কেএল রাহুল (৫৩ বলে ৮২ রান)ও কুইন্টন ডি কক ৪৩ বলে ৫৪ রান নৈপুণ্যে আট উইকেট ও এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় লাক্ষ্মৌ।
আগে ব্যাট করতে নামা চেন্নাই এদিন শুরুটা খুব একটা ভালো হয়নি।রানের খাতা খোলার আগেই দলীয় চার রানের মাথায় ফেরেন রাচীন রাবীন্দ্র। এরপর ক্যাপ্টেন গায়কোয়াডেও ফেরেন অল্পতে (১৩ বলে ১৭ রান)।তৃতীয় উইকেটে আরেক ওপেনার রাহানে অজিঙ্কা রাহানে ও রাবীন্দ্র জাদেজা জুটি গড়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে।তবে রাহানে ২৪ বলে ৩৬ রানে ফিরতেই দ্রুত কয়েক উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। ১৭ ওভারে ১২৩ রানে থাকা চেন্নাইয়ের সামনে এক সময় দেড়শো রানও কঠিন মনে হচ্ছিল। তবে মইন আলীর ১৮ তম ওভারে আউট হওয়ার আগে টানা তিন ছক্কার পর মহেন্দ্র সিং ধোনির ৯ বলে ২৮ রানের ঝড়ে ১৭৫ পার করে চেন্নাই।একপ্রান্ত আ আগলে রাখা রবীন্দ্র জাদেজা অপরাজিত ৪০ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন।
লক্ষ্য এমনিতেই খুব বেশি কঠিন নয় জবাব দিতে গিয়ে স্বাগতিকের কাজটা আরও সহজ করে দেন দুই ওপেনার লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককে।দুজনের মিলে ৯০ বলে গড়েন ১৩৪ রানের অসাধারণ জুটি।দীপক চাহার, মাতিশা পাতিরানা, রবীন্দ্র জাদেজারা ব্যর্থ হওয়ার পরামর্শ বিপদজনকে এই জুটি ভাঙেন মুস্তাফিজই।১৫ তম ওভারের শেষ বলে ফেরান ৫৪ করা ডি কক কে।তিন নম্বরে নামা নিকোলাস পুরান ১২ বলে ২৩ রানের ক্যমিওতে অবশ্য সহজ জয়ই পায় লাক্ষ্মৌ।
সার ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে থাকা চেন্নাইয়ের তৃতীয় হার এটি। সমান ম্যাচে লাক্ষ্ণৌর এটি চতুর্থ জয়।পয়েন্ট সমান আট হলেও রান রেটে পিছিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে আছে কেএল রাহুলের দল।